ছেলে এক মেয়েকে Propose করতেছে। Valobashar Golpo

এক ছেলে এক মেয়েকে Love
করত। তাই ছেলেটি একদিন
সাহস নিয়ে মেয়েটিকে
Propose করল , মেয়েটি কিছুক্ষণ পর
বলল…..। মেয়ে :- শোন তোমার এক
মাসের বেতন আমার
একদিনের হাত খরচ। তোমার
সাথে relation করব আমি!,
ভাবলে কি করে !!! আমি
তোমাকে কখনই love করতে পারব্ না । তাই তুমি ভুলে
যাও আমাকে। তোমার Level’র
কাউরে দেখে Engaged হয়ে
যাও। ছেলেটি তারপরেও
মেয়েটিকে ভুলতে পারে
নাই। … ১০ বছর পরের একদিন … ওই মেয়েটি আর ছেলেটি
একদিন এক শপিং Centre
দেখা হয়ে গেলো। দেখা
হবার পর মেয়েটি বলল, মেয়ে :–Hey, তুমি !!! কেমন
আছ? শোন আমার বিয়ে হয়ে
গেছে আর আমার Husband এর
বেতন কতো জানো? ৫০,০০০/-
পার Month !!!. Can you imagine !!! আর
আমার Husband দেখতেও
অনেক স্মার্ট । সেইরকম ।
বুঝলে তুমি !!! মেয়েটির এমন
কথা শোনে ছেলেটির চোখে
পানি এসে গেলো। ……এর কিছু সময় পরেই
মেয়েটির Husband চলে
আসল। তখন
মেয়েটির কিছু বলার আগেই
ওর Husband বলতে লাগলো
ছেলেটিকে দেখে। Husband: – আর এ স্যার
আপনি !! এখানে কি মনে
করে !! তারপর
মেয়েটিকে উদ্দেশ্য করে ওর
Husband বলতে লাগলো….। এ
স্যার এর ২০০ কোটি টাকার প্রোজেক্ট আমি এ assist
করতেছি। আর মজার ব্যাপার
কি জান !! স্যার একটা মেয়েকে Love
করত। তাই এখনও পর্যন্ত
বিয়েই করে নাই। মেয়েটি
কি লাকি এ তাই না!!! এমন
Love কয়ে জনে করতে পারে
তাই না!!! গল্পটির এখানেই সমাপ্তি
…।
এটাই সত্যিকারের
ভালবাসা।

Comments